Root Canal Treatment(single/Multiple)

প্রশ্ন : রুট ক্যানেল আসলে কী?

উত্তর : আমাদের দাঁতে
ক্যারিজ বা আঘাত জনিত কারনে দাঁতের স্তর ক্ষয় হয় বা ব্যথা হয়। বেশির ভাগ সময়েই
তা ইনফেকশন এ পরিণত হয়ে থাকে তাতে অনেকসময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার
হয়ে পড়ে।আক্রান্ত দাঁত ব্যথ্যামুক্ত ভাবে সংরক্ষন করার পদ্ধতিকে রুট ক্যানেল বলে ।

প্রশ্ন :  রুট ক্যানেল চিকিৎসা কত দিনে করা
সম্ভব
?

উত্তর : এক সিটিংয়েও চিকিৎসা হয়ে যায়। এখানে আন্তর্জাতিক পদ্ধতিতে
মাত্র ২ ঘণ্টায় রুট ক্যানেল চিকিৎসা করা হয় ।এছাড়াও কয়েকদিনে রুট ক্যানেল
চিকিৎসা করা হয়

প্রশ্ন : রুট ক্যানেলের সুবিধাসমুহ ঃ

১। ব্যথামুক্ত
চিকিৎসা সেবা প্রদান ।

২। ভাঙ্গা
দাঁতকে সম্পূর্ণ নতুন দাঁতে রুপান্তর ।

৩। এক দিনের রুট
চিকিৎসার মাধ্যমে স্বল্প সময়ে চিকিৎসা সেবা প্রদান করা হয় ।

৪। রুট চিকিৎসার
মাধ্যমে দাঁতটিকে পুনরায় সংরক্ষণ করে আগের অবস্থায় ফিরিয়ে     আনা হয়

৫। নড়া দাঁতকে মজবুত করা ।

বি.দ্র. ঃ রুট
ক্যানেল
 করার পর দাঁতটি যেন
স্বাভাবিক থাকে এবং পুনরায় যেন ভেঙে না যায়, সে
জন্য দাঁতটিতে ক্যাপ লাগানো

সতর্কতা  পরিচর্যা.
দাঁতে ক্যাপ লাগানোর
পর ওই দাঁতের বিশেষ যত্ন নিন। দাঁত ব্রাশের সময় মাড়ি ম্যাসাজ করুন। এতে মাড়ি
ভালো থাকবে, দাঁতের
গোড়া ভালো থাকবে।

 

Q: What is the root Canal Treatment?

Answer: Due to caries or injury on our teeth, the tooth level is corrosion or pain. Most of the time it becomes an infection, it often requires dental root treatment. The procedure to protect the painless tooth free from the root Canal is called Root Canal treatment.

 

Q: How many days can it be possible to treat root canal?

Answer: It is treated at a single visit or Multiple visits both. Single visit Root canal treatment is done in just two hours in an international way at Rampura Ortho Dental Surgery.

 

Q: The advantages of a single visit root canal  

  1. The broken tooth is completely transformed into a new tooth.
  2. More comfortable & painless.
  • Reduce Incomplete treatment
  • Lesser errors in working length
  • Less Chance of Complication
  • 6 Procedure much faster

 

Note: After the root canal, the tooth is normal and fragile so that to protect tooth the cap is applied to the teeth.

Single visit Root Canal Treatment now available at Rampura Ortho Dental Surgery. Latest technology & world class technique is used for treatment and patient satisfaction our desire.

 

এপয়েন্টমেন্ট নিতে ক্লিক করুণ https://www.rodsbd.com/appointment/

Recent post

Orthodontics Treatment

Orthodontics treatment are appliances which are used to align or straighten the teeth and guide

অর্থডোন্টিক চিকিৎসা

আগে দর্শন ধারী পরে গুন বিচারি”। প্রায় অনেকের দাঁত জন্মগত ভাবেই উঁচুনিচু, এবড়ো-থেবড়ো,এমনকি কারো কারো